ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

খাশোগি: রিয়াদ সম্মেলন বয়কট যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
খাশোগি: রিয়াদ সম্মেলন বয়কট যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিনিয়োগ সম্মেলনেের ব্যানার, ছবি: সংগৃহীত

ঢাকা: সাংবাদিক জামাল খাশোগি ‘হত্যাকাণ্ডের’ জেরে সৌদি আরবের রিয়াদে আসছে ২৩ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে যোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এমন বয়কটের ঘোষণা এলো দেশ দু’টির পক্ষ থেকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, খাশোগি ‘হত্যাকাণ্ডের’ কারণে রিয়াদে অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন অর্থমন্ত্রী স্টিভ নিউচিন ও ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স।

যা প্রথমবারের মতো সৌদি আরবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের এমন পদক্ষেপ।

এর আগে এই ইস্যুতেই রিয়াদের এই সম্মেলন বয়কট করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টিয়ান লাগার্দও।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যাওয়ার পর থেকে খাশোগি নিখোঁজ আছেন। এরপর তাকে আর দেখা যায়নি।

তুর্কি রাজধানী আঙ্কারার দাবি, সৌদি কনস্যুলেটে ঢোকার পর থেকেই নেই হয়ে গেছেন খাশোগি। তাকে সেখানে ‘হত্যা’ করা হয়েছে।

তবে রিয়াদ দাবি করছে, কনস্যুলেট থেকে কাজ সেরেই বের হয়ে গেছেন খাশোগি।

ব্যক্তিগত কাগজপত্র আনার জন্য ওইদিন সেখানে যান সাংবাদিক খাশোগি। কিন্তু তিনি সেখান থেকে আর বেরিয়ে আসেননি। সৌদি রাজতন্ত্রের শক্ত বিরোধিতাকারী খাশোগি ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।