ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশীয় সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
মালয়েশীয় সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আহমেদ জাহিদ হামিদি

ঢাকা: মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির বিরুদ্ধে অর্থ পাচার, ঘুষসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। মালয়েশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

আহমেদ জাহিদ বর্তমানে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন বা ইউএমএনও এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দলটি চলতি বছরের মে মাসের নির্বাচনে হারের আগে ৬০ বছর মালয়েশিয়া শাসন করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, আহমেদ জাহিদকে কুয়ালালামপুর আদালতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের মতো অপরাধ আনা হয়েছে ১০টি। এছাড়া ক্ষমতার অপব্যবহারের আটটি অভিযোগ রয়েছে।

সেইসঙ্গে এক কোটি ৭৩ লাখ মার্কিন ডলার পাচারের জন্য ২৭টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।  

বলা হচ্ছে, প্রত্যেক অভিযোগের কারণে ২০ বছর পর্যন্ত জেলসহ পাচারের সমপরিমাণ অর্থের পাঁচগুণ জরিমানা করা হতে পারে তাকে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।