ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের যে ১০ শহরে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেন পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
বিশ্বের যে ১০ শহরে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেন পর্যটকরা ব্যাংকক শহর, ছবি: সংগৃহীত

ঢাকা: বেশি অর্থ ব্যয় করা হয় এমন জরিপে বৈশ্বিক পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য ১০ শহরের নাম উঠে এসেছে। প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থা পরিচালনকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ড বিশ্বের ১৬২টি দেশ নিয়ে গবেষণা করে ২০১৮ সালের সূচকে এ ১০টি দেশের নাম উল্লেখ করে।

গবেষণায় দেখা গেছে, স্থানীয় অর্থনীতির ভিত্তিতে দর্শনার্থীরা যে পরিমাণ অর্থ ব্যয় করেন, তাতে সব শহরের অবস্থান সমান নয়। দেখে নেওয়া যাক বিশ্বের কোন ১০ শহরে পর্যটকরা সবচেয়ে বেশি টাকা ব্যয় করেন।


দুবাই শহরের সৌন্দর্য ফ্রেমবন্দি করছেন এক দর্শনার্থী, ছবি: সংগৃহীতদুবাই
মাস্টারকার্ডের বার্ষিক গ্লোবাল ডেস্টিনেশন শহরের সূচকে বৈশ্বিক পর্যটকদের পছন্দের গন্তব্য শহর হিসেবে শীর্ষ স্থান পেয়েছে দুবাই। গত বছর শহরটিতে ১৫ দশমিক ৮৯ মিলিয়ন দর্শনার্থী খরচ করেছেন ২৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারের বেশি অর্থ।

শহরটি ট্যুরিজম, অবসর কাটানো, জীবনধারা, আতিথেয়তা এবং ব্যবসায়ীক উৎসবগুলোর গতিশীল পরিসীমায় নজর কেড়েছে বিশ্ববাসীর।
ইসলাম ধর্মের পবিত্র নগরী মক্কা, ছবি: সংগৃহীতমক্কা
দ্বিতীয় শীর্ষ স্থানটি দখল করেছে গোটা বিশ্বের মুসলমানদের সবচেয়ে পবিত্র নগরী মক্কা। এই শহরে দর্শনার্থীরা গত বছর ব্যয় করেন ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। যা দিনে ১৩৫ মার্কিন ডলার।

লন্ডন 
গ্লোবাল ডেস্টিনেশন শহরের সূচকে বৈশ্বিক পর্যটকদের জন্য পছন্দের গন্তব্য শহর হিসেবে তৃতীয় শীর্ষ স্থান পেয়েছে লন্ডন। শহরটিতে দর্শনার্থীরা ২০১৭ সালে ব্যয় করেন ১৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

সিঙ্গাপুর
এই সূচকে চতুর্থ শীর্ষে আছে সিঙ্গাপুর। বৈশ্বিক পর্যটকরা এই শহরে ব্যয় করেন ১৭ দশমিক ২ বিলিয়ন ডলার। শহরটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিতীয় সর্বাধিক দর্শনার্থীপ্রিয় শহর।

ব্যাংকক
লন্ডন-সিঙ্গাপুরের পরেই মাস্টারকার্ডের বার্ষিক গ্লোবাল ডেস্টিনেশন শহরের সূচকে বৈশ্বিক পর্যটকদের জন্য প্রিয় গন্তব্য শহর ব্যাংকক। গত বছর শহরটিতে ২০ দশমিক ৫ মিলিয়ন দর্শনার্থী ভ্রমণ করে ব্যয় করেছেন দুবাইয়ের অর্ধেক অর্থ। ২০১৮ সালের মধ্যে দর্শনার্থীদের ব্যয়ের হার ১৩ দশমিক ৮ শতাংশ বাড়ানোর পূর্বাভাস দিয়েছে শহরটি।
উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বন্দর শহর নিউ ইয়র্ক, ছবি: সংগৃহীতনিউইয়র্ক
১৩ দশমিক ১৩ মিলিয়ন ভ্রমণকারীকে সঙ্গে নিয়ে মাস্টারকার্ডের বার্ষিক গ্লোবাল ডেস্টিনেশন শহরের সূচকে বৈশ্বিক পর্যটকদের জন্য প্রিয় গন্তব্য শহর হিসেবে ষষ্ঠ অবস্থানে আছে নিউইয়র্ক। শহরটিতে দর্শনার্থীদের দিনে গড় খরচের পরিমাণ ১৪৭ মার্কিন ডলার। গত বছর দেশটিতে দর্শনার্থীরা ১৬ দশমিক ১০ বিলিয়ন ডলার ব্যয় করেছেন।
পশ্চিম ইউরোপের রাষ্ট্র ফ্রান্সের রাজধানী প্যারিস,  ছবি: সংগৃহীতপ্যারিস
‘রোমান্সের শহর’ খ্যাত প্যারিসে বৈশ্বিক পর্যটকের সংখ্যা ১৭ দশমিক ৪৪ মিলিয়ন। শহরটিতে দর্শনার্থীদের দিনে গড় খরচের পরিমাণ ৩০১ মার্কিন ডলার। চলতি বছরে দেশটিতে দর্শনার্থীদের খরচের পরিমাণ বেড়েছে ১৬ শতাংশ।

এছাড়া শীর্ষ দশে রয়েছে এমন শহরগুলোর মধ্যে আছে পালমার দে মালোর্কা, যেখানে দর্শনার্থীদের ব্যয় ১১ দশমিক ৯৬ ডলার। সঙ্গে আছে টোকিও, যেখানে দর্শনার্থীদের ব্যয় ১১ দশমিক ৯১ বিলিয়ন ডলার এবং ফুকেটে বৈশ্বিক দর্শনার্থীরা ১০ দশমিক ৪৬ বিলিয়ন ডলার ব্যয় করেন।

বৈশ্বিক পর্যটকরা অনেক শহরের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। যা অনেক গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।