ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিংহ মারলো সিংহী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
সিংহ মারলো সিংহী! সিংহকে মেরে ফেলেছে সিংহী

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের একটি চিড়িয়াখানায় সিংহকে মেরে ফেলেছে সিংহী। সিংহটি ওই সিংহীর তিন শাবকের বাবা ছিল। 

সোমবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ১২ বছর বয়সী জুরি নামের সিংহীটি ১০ বছর বয়সী সিংহ নিয়াক ও চিড়িয়াখানার এক কর্মীকে আক্রমণ করে। সিংহটি দমবন্ধ হয়ে মারা যায়।

 

জানা যায়, নিয়াক ও জুরি আট বছর ধরে একই খাঁচায় ছিল। ২০১৫ সালে তাদের তিনটি শাবক সিংহ জন্মগ্রহণ করে।  

ফেসবুক পোস্টে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা উদঘাটনে তারা কাজ করবেন। এতে বলা হয়, নিয়াক খুবই চমৎকার ছিল। তাকে আমরা মিস করবো।  

চিড়িয়াখানার কর্মীরা বলছে, তারা ওই খাঁচা থেকে অস্বাভাবিক গর্জন শুনতে পান। গিয়ে দেখো যায়, নিয়াকের ঘাড় চেপে ধরে আছে জুরি। এমনভাবে চেপে ধরে রয়েছে যাতে তাদের আলাদা না করা যায়।  

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, এর আগে কখনোই তাদের মধ্যে এমন কিছু ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।