ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এবার ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের সঙ্গে ৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের চুক্তি করেছে ভারত

ঢাকা: এবার নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইসরায়েলের সঙ্গে ৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের চুক্তি করেছে ভারত। এর আগে সম্প্রতি রাশিয়ার সঙ্গেও পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি করে দেশটি।

বুধবার (২৪ অক্টোবর) ইসরায়েল অ্যারোস্পেস ইন্ড্রাস্ট্রিজ (আইএআই) বিবৃতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়।  

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে চুক্তিটি করেছে আইএআই।

এর আওতায় বারাক-৮ ও সাতটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা করা হবে। গতবছর ৬৩ কোটি মার্কিন ডলারের অংশ হিসেবে এ চুক্তি করা হলো।

ইসরায়েলের সব থেকে বড় প্রতিরক্ষা ফার্ম হলো আইএআই। বলা হচ্ছে, বিশ্বজুড়ে দেশটির বারাক-৮ ব্যবস্থা বিক্রি এখন ৬০০ কোটিতে এসে দাঁড়িয়েছে।

বারাক-৮ এর এলআরএসএএম এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যা ভারত ও ইসরায়েলের নৌ, বিমান ও স্থল বাহিনী ব্যবহার করে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিশ্বের শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে ইসরায়েল অন্যতম। এর প্রতিরক্ষা খাতের প্রায় ৬০ শতাংশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রফতানি করা হয়।  

তবে রাশিয়া এখনও ভারতে সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ। সর্বশেষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের বিষয়ে চুক্তি করেন।

এদিকে, রুশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যেসব দেশ কিনবে, সেসব দেশের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে গতমাসেই ২০১৯ সালের যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন ও নয়া দিল্লি। এছাড়াও ভারতের দ্বিতীয় অস্ত্র সরবারহকারী দেশ হলো যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।