ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৭ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৭  আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন

ভারতের উত্তরপ্রদেশের বাদউনে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও চারজন। 

স্থানীয় সময় শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটি বাদউন থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে রাসুলপুর গ্রামে অবস্থিত।

 

বাদাউনের পুলিশ সুপারিনটেনডেন্ট অশোক কুমার বলেন, আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। যে ঘরে আতশবাজি রাখা হতো সে ঘরেই বিস্ফোরণ হয়। আমরা উদ্ধার কার্যক্রম শুরু করেছি।  

তিনি বলেন, ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। আহতদের দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এএইচ/   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।