ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পেনসিলভানিয়ায় গুলিতে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
পেনসিলভানিয়ায় গুলিতে ১০ জন নিহত পুলিশের অভিযান, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরে একটি ‘সক্রিয় গুলি’র ঘটনায় অন্তত দশজন নিহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন। তবে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর হওয়ার পর ‘আত্মসমর্পণ’ করে ‘এক বন্দুকধারী’।

শনিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকালে শহরের একটি সিনাগগের (ইহুদিদের উপাসনালয়) কাছে এ গুলির ঘটনা ঘটে।  সিবিএস নিউজ আটজন নিহত হওয়ার কথা বললেও সিএনএন-ওয়াশিংটন পোস্টসহ অন্যরা সংখ্যাটা কমিয়ে বলছে।

বিভিন্ন টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, গুলির ঘটনার পর এলাকায় ছোটাছুটি শুরু হয়ে যায়। খবর পেয়েই আশপাশ থেকে ছুটে আসে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। সেইসঙ্গে কয়েকটি অ্যাম্বুলেন্সও দেখা যায় ঘটনাস্থলে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮, আপডেট: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
টিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।