ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের প্রজাতন্ত্র দিবসের দাওয়াত ফিরিয়ে দিলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
ভারতের প্রজাতন্ত্র দিবসের দাওয়াত ফিরিয়ে দিলেন ট্রাম্প! মোদি ও ট্রাম্প

ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১৯ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ট্রাম্পকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানায় ভারত। তবে এ আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ট্রাম্প।

এর আগে আগস্টের প্রথম সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যার্ন্ডাস ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।  

সে সময় সারাহ বলেন, আমি জানি আমন্ত্রণ সম্প্রসারণ করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কোন বিবৃতি দেয়নি। তবে দিল্লির মার্কিন দূতাবাস বলছে, মার্কিন প্রেসিডেন্টের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে হোয়াইট হাউস মন্তব্য করতে পারে।  

গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে আসছেন যে, ট্রাম্প ভারতের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকবেন না।  

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুইবার ভারত সফরে আসেন। যার মধ্যে ২০১৫ সালে দেশটির প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন ওবামা।  

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে মার্কিন-ভারত কূটনৈতিক সম্পর্ক নিয়ে দুঃশ্চিন্তা বাড়ছে। সাধারণত কোনো কূটনীতিক উপস্থিতি নিশ্চিত করার পর তাকে আমন্ত্রণ জানানো হয়। এ কারণে সরকারের সমালোচনাও করছেন বিশ্লেষকরা।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এএইচ /      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।