ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোই জেইর বলসোনারো, ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছেন দেশটির কট্টর ডানপন্থী প্রার্থী জেইর বলসোনারোই। দুই দফা ভোটের শেষ দফায় ৫৫ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে সোস্যাল লিবারেল পার্টি (পিএসএল) থেকে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি ওয়ার্কার্স পার্টির ফের্নেন্দো হাদাজি ভোট পেয়েছেন ৪৪ দশমিক ৯ শতাংশ।

রোববার (২৮ অক্টোবর) দ্বিতীয় দফার ৫০ শতাংশ নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করে কর্তৃপক্ষ।

এর আগে ০৭ অক্টোবর প্রথম দফায় অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সকল সমালোচনা ডিঙিয়ে গিয়ে বলসোনারো ভোট পেয়েছিলেন ৪৬ শতাংশ।

অন্যদিকে, হাদাদ পেয়েছিলেন ২৯ শতাংশ ভোট। ওই নির্বাচনে কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তাদের দ্বিতীয় দফায় আবার লড়তে হয়।

দ্বিতীয় দফার ভোটে ৯৯ শতাংশ ব্যালট কাউন্ট করা হয়। তার মধ্যে হাদাদকে ১০.২ শতাংশ ভোটের ব্যবধান দিয়ে পেছনে ফেলে এগিয়ে যান বলসোনারো। তিনি দেশটির সেনা কর্মকর্তা ছিলেন।

৬৩ বছর বয়সী বলসোনারো সমকামিতা, নারী ও সংখ্যালঘু নিয়ে বক্তব্য দিতে গিয়ে অনেক সমালোচিত। তবে রাজনৈতিক বিচক্ষণতা ও অপরাধের বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই সমর্থন করে তাকে। সমর্থকরা তাকে ঐক্যের প্রতীক হিসেবে দেখে থাকেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।