ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সানিয়া-শোয়েবের ঘরে নতুন অতিথি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
সানিয়া-শোয়েবের ঘরে নতুন অতিথি

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের ঘর আলোকিত করলো পুত্র-সন্তান। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে এই সন্তানের জন্ম দিয়েছেন সানিয়া মির্জা।

ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই সুখবর জানালেন শোয়েবই। এরপর থেকে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা দম্পতি।

শোয়েব মালিকের টুইটসকাল ৮টার দিকে করা টুইটে শোয়েব বলেন, ‘ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে: আমাদের ছেলে হয়েছে এবং আমার বালিকা (সানিয়া) ভালো আছে এবং বরাবরের মতোই সে সুস্থ #আলহামদুলিল্লাহ। আমাদের জন্য শুভকামনা ও দোয়া করায় সবাইকে ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ’।

মন দেওয়া-নেওয়ার পর দীর্ঘদিন প্রণয় শেষে ২০১০ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সানিয়া-শোযেব। এই বছরের এপ্রিলেই সানিয়ার সন্তানসম্ভবা হওয়ার শুভসংবাদ জানা যায়।

মাতৃত্বের জন্য আপাতত কোর্টের বাইরে থাকা সানিয়া ২০২০ টোকিও অলিম্পিকে ফেরার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে পাকিস্তানের হয়ে ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন শোয়েব।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।