ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় পুলিশসহ নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
ছত্তিশগড়ে মাওবাদী হামলায় পুলিশসহ নিহত ৩ নিহত ক্যামেরাম্যানের মরদেহ, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় দুই পুলিশ সদস্য ও দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল দূরদর্শনের এক ক্যামেরাম্যান নিহত হয়েছেন। এসময় আরও দুই পুলিশ সদস্য আহত হন বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে রাজ্যটির দান্তেওয়াদা জেলায় এ হামলা হয়।

সংবাদমাধ্যম বলছে, দান্তেওয়াদায় সামনের মাসে নির্বাচন হতে যাচ্ছে।

আর ওই নির্বাচনের আগ মুহূর্তের সংবাদ সংগ্রহ করতে দূরদর্শনের তিনজনের একটি টিম ঘটনাস্থলে যায়। এসময় তাদের লক্ষ্য করে হামলা চালান মাওবাদীরা।

ছত্তিশগড়ের সিনিয়র পুলিশ অফিসার সুন্দের রাজ জানিয়েছেন, দান্তেওয়াদার আরানপুর গ্রামের নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাওবাদীদের হামলার স্বীকার হয় দূরদর্শনের দলটি। এসময় এলাকাটিতে টহলরত পুলিশ সদস্যরা তাদের রক্ষা করতে এগিয়ে এলে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, পুলিশের উপ পরিদর্শক (এসআই) রুদ্র প্রতাপ, সহকারী কনস্টেবল মংগলু এবং ক্যামেরাম্যান আচুতানন্দ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।