ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মানুষের কারণে ভয়াবহ সংকটে বন্যপ্রাণী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
মানুষের কারণে ভয়াবহ সংকটে বন্যপ্রাণী  আশঙ্কাজনক হারে কমছে প্রকৃতি অপার বন্ধু এসব প্রাণী

সম্প্রতি কয়েক দশকে মানুষের কারণে বিশ্বজুড়ে বন্যপ্রাণী ভয়াবহ হুমকির মুখে পড়েছে। মানুষের ভোগের জন্য আশঙ্কাজনক হারে কমছে প্রকৃতি অপার বন্ধু এসব প্রাণী। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) বন্যপ্রাণী সংরক্ষণ গোষ্ঠী ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।  

এক প্রতিবেদনে ডব্লিউডব্লিউএফ বলছে, ১৯৭০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬০ শতাংশ প্রাণী কমে গেছে।

যার মধ্যে রয়েছে স্তন্যপায়ী প্রাণী, মাছ, পাখি, উভচর প্রাণী এবং সরীসৃপ প্রাণী।  

ডব্লিউডব্লিউএফ এর লিভিং প্ল্যানেট নামক ওই প্রতিবেদনে বলা হয়, গণহারে বিলুপ্তির কারণে পৃথিবীর জীববৈচিত্র্য কমে যাচ্ছে। এতে নীতি-নির্ধারকদের টেকসই উন্নয়নের জন্য নতুন লক্ষ্য নির্ধারণের জন্য জোর দেওয়া হয়।

২০১৮ সালে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, বৈশ্বিক ভূমির চার ভাগের মাত্র এক ভাগ মনুষ্য কার্যক্রমের প্রভাবের বাইরে রয়েছে। বলা হয়, ২০৫০ সালের মধ্যে এ অনুপাত দাঁড়াবে ১০ ভাগের মধ্যে এক ভাগে।

বন্যপ্রাণী সংরক্ষণ গোষ্ঠী ডব্লিউডব্লিউএফ প্রতি দুই বছর পরপর ‘দ্য লিভিং প্ল্যানেট’ প্রতিবেদন প্রকাশ করে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এএইচ/এমএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।