ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘সন্ধান মিলেছে’ বিধ্বস্ত লায়ন এয়ারের প্লেন কাঠামোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
‘সন্ধান মিলেছে’ বিধ্বস্ত লায়ন এয়ারের প্লেন কাঠামোর মূল কাঠামোর খোঁজ পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

ইন্দোনেশিয়ার উপকূলে জাভা সাগরে বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারের প্লেনের মূল কাঠামোর খোঁজ পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

বুধবার (৩১ অক্টোবর) ইন্দোনেশিয়ার এক শীর্ষ সামরিক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সশস্ত্র বাহিনীর প্রধান হাদি যাহযানতো বলেন, আশা করা যাচ্ছে উদ্ধারকারী দল সমুদ্র তলদেশে স্থান শনাক্ত করেছে।

এর আগে ধ্বংসাবশেষ ও মরদেহ উদ্ধার করা গেলেও বিধ্বস্ত হওয়া প্লেনের মূল কাঠামো ও ব্ল্যাক বক্স উদ্ধার করা যায়নি।  

তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস আমরা জেটি-৬১০ প্লেনটির মূল কাঠামোর বেশ কিছু অংশ উদ্ধার করেছি।  

গত সোমবার (২৯ অক্টোবর) লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। এর আগে দেশটির রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ প্লেনটি নিখোঁজ হয়।

ফ্লাইটটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর ১৩ মিনিট পর অর্থাৎ ৬টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। যা মাত্র এক ঘণ্টা পরই ৭টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল।

প্লেনটিতে দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী ছিলেন।

এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জার্কাতার বন্দর অঞ্চলটি পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।