ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের রাকিবুল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের রাকিবুল ‘আই অ্যাম রোহিঙ্গা’

ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী মোহাম্মদ রাকিবুল হাসান। ‘ডিসকভারি অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে তিনি এ পুরষ্কার পেয়েছেন। 

রোহিঙ্গাদের নিয়ে তার ফটো সিরিজ ‘আই অ্যাম রোহিঙ্গা’র জন্য তিনি এ পুরষ্কারে ভূষিত হয়েছেন।  

‘আই অ্যাম রোহিঙ্গা’ ফটো সিরিজে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিভিন্ন সংকট তুলে ধরা হয়েছে।

এ সিরিজের সবগুলো স্থিরচিত্রই সাদা-কালো।  

মোহাম্মদ রাকিবুল হাসান সাদা-কালো স্থিরচিত্রের জন্য বিখ্যাত। তিনি মূলত একজন ডকুমেন্টরি ফটোগ্রাফার। বর্তমানে হিস্ট্রি অব আর্ট নিয়ে পড়াশোনা করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও ফটোগ্রাফির ওপর স্নাতকোত্তর করছেন ফালমাউথ বিশ্ববিদ্যালয়ে।  

ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড এর চলতি বছরের ফটোগ্রাফার অব দ্য ইয়ার হিসেবে ভূষিত হয়েছেন তাউনি চ্যাটমন।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এএইচ /    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।