ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মুতে ভাইসহ বিজেপি নেতা খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
জম্মুতে ভাইসহ বিজেপি নেতা খুন নিহত বিজেপি নেতা অনিল পারিহার

ভারতের জম্মু-কাশ্মীরে কিশতওয়ার শহেরে বিজেপির রাজ্য সম্পাদক অনিল পরিহার ও তার ভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর অস্থিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ওই এলাকাজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে জম্মুর কিশতওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, অনিল পারিহার এবং তার ভাই অজিত রাত ৮টার দিকে নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে তাপাল গলি মহল্লায় এলে দুর্বৃত্তরা তাদের খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি অমিত শাহ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

জম্মুতে গত কয়েক বছরের মধ্যে এ প্রথম কোনো রাজনৈতিক কর্মী খুন হলেন। রাজ্যেজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

​বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।