ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চালককে পেটালেন নারী, বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
চালককে পেটালেন নারী, বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১৩ লাল চিহ্নিত অংশে দেখা যাচ্ছে চালককে মারধর করা হচ্ছে

যাত্রী ও চালকের মধ্যে বাকবিতণ্ডার পর নারী যাত্রীর  ‘মারধরের’ ঘটনায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরো দুই যাত্রী। তারাও বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকুইং শহরের মর্মান্তিক ওই ঘটনার খবর শুক্রবার (০২ নভেম্বর) জানিয়েছে পুলিশ।

ওই ঘটনার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বাস চালককে পেছন থেকে এক নারী এক হাত দিয়ে চেপে ধরে কিছু দিয়ে আঘাত করছেন।

এ সময় তার হাতে একটু ‘বস্তু’ দেখা যায়। এক পর্যায়ে চালক বাসটি সজোরে বাম দিকে চাকা ঘুরালে নিয়ন্ত্রণ হারিয়ে তা ইয়াংতি নদীতে পড়ে যায়।  

ওই ঘটনায় শেষ খবর পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হলেও বাসে থাকা ১৫ যাত্রীর দুইজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, চালকের সঙ্গে হাতাহাতির ঘটনায় ৪৮ বছর বয়সী এক নারী যাত্রী জড়িত। নির্ধারিত স্থানে নামতে না দেওয়ায় ওই নারী যাত্রী চালকের উপর চড়াও হন।  

এ সময় চালক ওই যাত্রীকে তার পছন্দমতো স্থানে নামাতে প্রত্যাখ্যান করলে চিৎকার, চেঁচামেচি করে ‘অকথ্য ভাষায় গালিগালাজ’ করেন বলে পুলিশ তাদের উইবো (চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম) অ্যাকাউন্টে এক টুইটে জানায়।  

ঘটনার পর উদ্ধার কার্যক্রমে ৭০টি নৌযান অংশ নেয়। মরদেহের সন্ধানে নদীর তলদেশে রোবটও পাঠায় কর্তৃপক্ষ।

ঘটনাটি খুবই যন্ত্রণাদায়ক উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই বাসে থাকা ১৫ জনই প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।