ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে অস্ট্রেলিয়ান নাগরিকের ঝুলন্ত মরদেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
বিহারে অস্ট্রেলিয়ান নাগরিকের ঝুলন্ত মরদেহ বদ গায়া গ্রামের বনটি, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিহারে এক অস্ট্রেলিয়ান নাগরিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। হিথ এলান নামে ৩৩ বছরের ওই নাগরিক একটি নোট রেখে আত্মহত্যা করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম বলেছে।

শনিবার (০৩ নভেম্বর) বিহারের বদ গায়া গ্রামের একটি বনের গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। বনটি বুদ্ধিস্ট পিলগ্রিমেজের গুরুত্বপূর্ণ এরিয়ারগুলোর মধ্যে একটি এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য সেটি অনেক জনপ্রিয়।

ভারতীয় পুলিশ বলছে, ওই নাগরিকের মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেটাতে হিথ এলান একটি ফোন নাম্বার লিখেছেন এবং অনুরোধ করেছেন যে, মৃত্যুর সংবাদটি যেনো তার বোনকে জানানো হয়।

পুলিশ জানায়, অস্ট্রেলিয়ার সিডনি শহরতলীর ওয়েস্টমেডের বাসিন্দা ছিলেন হিথ এলান।

শনিবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় পুলিশ সদস্যরা মরদেহের পাশে একটি ব্যাগ, একটি ডায়েরি ও একটি পানির পাত্র পান।

পুলিশ এও বলছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য একটি হাসাপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।