ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

তুষারপাতে কাশ্মীরে আপেলের ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
তুষারপাতে কাশ্মীরে আপেলের ব্যাপক ক্ষতি তুষারের পর গাছের নিচে পড়ে আছে আপেল

চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে তুষারপাতে ভারতের কাশ্মীরে আপেলের ব্যাপক ক্ষতি হয়েছে। তুষারের কারণে পচন ধরায় অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে আপেল নির্ভর অর্থনীতির অঞ্চলটি।

উপত্যকার ফল উৎপাদনকারী সংগঠনের চেয়ারম্যান বাশির আহমেদ ভাট ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, তুষারপাতে শুধুমাত্র দক্ষিণ কাশ্মীরেই ২০ শতাংশ আপেল নষ্ট হয়েছে। ফাটল ধরেছে অনেক গাছে।

যাতে প্রায় এক হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে।

রাষ্ট্রের উদ্যানবিদ্যা পরিচালক মাঞ্জুর কাদেরি ক্ষয়ক্ষতি ‘ব্যাপক’ উল্লেখ করলেও তা কি পরিমাণ প্রাথমিক জানাতে পারেননি। সে বিষয়ে জরিপের কথা উল্লেখ করেন তিনি।

উত্তর কাশ্মীরের আপেল চাষি ফারুক আহমেদ মালিক জানান, দিওয়ালি উপলক্ষে বেশি দামে বিক্রি করার জন্য আপেল গাছে রেখেছিলাম। কিন্তু অস্বাভাবিক তুষারপাতে সেগুলো এখন নষ্ট হয়েছে। তার অন্তত আড়াইশ’ বক্স আপেল নষ্ট হওয়ার কথা জানান তিনি।

কাশ্মীরের চেম্বার অব কর্মার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আশিক হুসাইন জানান, আপেল চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকে ব্যাংক লোন নিয়ে আপেল উৎপাদন করেন। এ ক্ষতি পুষিয়ে ওঠা তাদের জন্য কঠিনই হবে।

মাসের শুরু থেকে ভারতের জম্মু ও কাশ্মীরে ব্যাপক তুষারপাত শুরু হয়। এতে অনেক এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুধু তাই নয় বিদুৎবিচ্ছিন্ন রয়েছেন কয়েক লাখ মানুষ।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।