ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বারে গুলিবিনিময়, একাধিক আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
ক্যালিফোর্নিয়ায় বারে গুলিবিনিময়, একাধিক আহত বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একাধিক লোক আহত হয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যমকে দেশটির পুলিশ জানিয়েছে।

বুধবার (০৭ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাতে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহরের ৪০ মাইল পশ্চিমে থাউস্যান্ড ওয়াকসের ‘বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে’ অন্তত ৩০টি গুলি চালানো হয়।

তবে এসব গুলিতে কতোজন আহত হয়েছেন, তা এখনও বলতে পারছে না কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বলছে, একাধিক লোক আহত হয়েছেন এ ঘটনায়। এছাড়া এ ঘটনার খবর পেয়ে বারে আইন প্রয়োগকরী এবং জরুরি নিরাপত্তা কর্মীদের ভিড় লেগে যায়।

এদিকে, এ ঘটনার জেরে কর্তৃপক্ষ আশপাশের এলাকায় লোকজনকে সতর্ক থেকে চলাচল করতে বলেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।