ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
জিম্বাবুয়েতে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪২ গ্যাস ট্যাংক বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে গেছে বাসটি, ছবি: সংগৃহীত

ঢাকা: সপ্তাহ পেরোতে না পেরোতেই আবারও বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে আফ্রিকান দেশ জিম্বাবুয়েতে। দেশটিতে এবার একটি যাত্রীবাহী বাসের গ্যাস ট্যাংক বিস্ফোরণ হয়ে আগুন লেগে অন্তত ৪২ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে দেশের রাজধানী হারারের ৫৫০ কিলোমিটার দক্ষিণের জেলা গাউন্দাতে এ ভয়াবহ ঘটনা ঘটে। এসময় আগুনে পুরো গাড়ি পুড়ে যায় বলে শুক্রবার (১৬ নভেম্বর) স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানায়।

পুলিশের মুখপাত্র চারিথি চারাম্বা বলছেন, ঘটনার পর পরই আমরা জানতে পেরেছি ৪২ জনেরও বেশি যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। পরে আমাদের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, আগুনে দগ্ধ হয়ে সবাই মারা গেছেন। এছাড়া যারা আহত হয়েছেন, তারাও দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এর আগে ৭ নভেম্বর (বুধবার) জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলের রুসাপে শহরের কাছে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।