ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড় শুরু, নিহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড় শুরু, নিহত ৮ ভয়াবহ তুষার ঝড় চলছে, ছবি: সংগৃহীত

ঢাকা: শীতকাল আসতে না আসতেই মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ভয়াবহ রকমের তুষার ঝড়। ইতোমধ্যেই দেশটির পূর্বাঞ্চলের প্রায় অর্ধেক এলাকায় ছড়িয়ে পড়েছে এ ঝড়। আর এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এছাড়া এদিকের অঞ্চলগুলোর হাজার হাজার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম বলছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দেশটিতে প্রথম উত্তরপূর্বকোণ থেকে মধ্যপূর্বাঞ্চলে আঘাত হানে তুষার ঝড়।

এসময় ঝড়ের সঙ্গে বৃষ্টি এবং বরফের মিশ্রণও ছিল।

সংবাদমাধ্যম বলছে, এ ভয়াবহ তুষার ঝড়ের কারণে এলাকারা স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এর কারণে শতাধিক ফ্লাইটও বাতিল হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।