ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেমিকের মাংস রান্না করে শ্রমিকদের খাওয়ালেন নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
প্রেমিকের মাংস রান্না করে শ্রমিকদের খাওয়ালেন নারী প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতে এক নারী তার প্রেমিকের মাংস রান্না করে শ্রমিকদের খাইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

দেশটির প্রসিকিউটররা বলছেন, মরক্কোর এক নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি তার প্রেমিককে হত্যার পর মাংস কেটে রান্না করে শ্রমিকদের খেতে দিয়েছেন।

প্রসিকিউটররা আরও বলেন, ওই নারী তার প্রেমিককে তিন মাস আগে খুন করেছিলেন।

তবে ঘটনা খোলাসা হয় সম্প্রতি। ওই নারীর রান্নাঘরে ব্লেন্ডারে মানুষের একটি দাঁত পাওয়া যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এরইমধ্যে  ৩০ বছরের ওই নারী পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির খোঁজে তার ভাই ওই নারীর ফ্ল্যাটে যান। তখন ওই নারী বলেন, তার ভাইকে তিনি বাড়ি থেকে বের করে দিয়েছেন। কিন্তু তার ভাই ঘরের ব্লেন্ডারের ভেতর একটি মানুষের দাঁত দেখতে পান। পরে পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে যে দাঁতটি নিখোঁজ ব্যক্তিরই।

মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিযুক্তকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এপি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।