ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কর্ণাটকে যাত্রীবাহী বাস খালে, নিহত ২৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
কর্ণাটকে যাত্রীবাহী বাস খালে, নিহত ২৫ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের কর্ণাটকে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আর নিহতদের মধ্যে বেশির ভাগই নারী এবং শিশু।

শনিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজ্যটির দক্ষিণের মানদায়া শহরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।

কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় নিহত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গেছে, বেঙ্গালুরু থেকে ১০৫ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি মানদায়ায় পৌঁছেছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে বাসটি একদমই পানিতে  তলিয়ে যায়। পরে স্থানীয়রা ২৫ জনের মরদেহ উদ্ধার করে। সেইসঙ্গে বাকি যাত্রীদের এবং বাসটি উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয়রা।

এদিকে, শিগগরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ অভিযানসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে মানদায়া ইনচার্জ এবং ডিস্ট্রিক্ট কালেক্টরকে নির্দেশনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।