ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ফ্রান্সে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ফ্রান্সে সংঘর্ষ প্যারিসের চ্যাম্প এলিসিতে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) প্যারিসের চ্যাম্প এলিসিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রায় ৫ হাজার বিক্ষোভকারী প্যারিসের চ্যাম্প এলিসিতে একত্রিত হয়।

তারা ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বাসভবন এলিসি প্রাসাদের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ  বাধে। এতে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ১৯ জন আহত হন। এ ঘটনায় প্রায় ডজন খানেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।  

এদিন ফ্রান্সজুড়ে এক লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়।

জানা যায়, বেশ কয়েকদিন ধরেই ‘হলুদ জ্যাকেটধারী’ বিক্ষোভকারীরা বিক্ষোভ করছে। যা এখন অনেকটা সাপ্তাহিক প্রতিবাদ কর্মসূচিতে পরিণত হয়েছে। গত সপ্তাহের শনিবার থেকে এ পর্যন্ত বিক্ষোভে দেশব্যাপী অন্তত ২ লাখ ৮০ হাজার মানুষ অংশ নেয়। যাদের মধ্যে নিহত হন দুই বিক্ষোভকারী। আহত হয় প্রায় ৬০০ বিক্ষোভকারী। এছাড়া সবমিলিয়ে গ্রেফতার করা হয় প্রায় ১৩০ বিক্ষোভকারীকে।

এদিকে দেশটিতে জ্বালানি তেলের দাম বাড়ায় যারা বিক্ষোভ করেছে তাদের জন্য লজ্জা বলে উল্লেখ করে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।