ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফোনে প্লেন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আটক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ফোনে প্লেন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আটক যাত্রী জেট এয়ারওয়েজে অভিযুক্ত যাত্রী জে পোদ্দার। ছবি: সংগৃহীত

ঢাকা: জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রীকে আটক করা হয়েছে কলকাতা এয়ারপোর্টে। আটক ব্যক্তিকে ফোনের অপর প্রান্তে কাউকে প্লেন উড়িয়ে দেওয়ার কথা বলতে শোনা গেছে।  

সোমবার (২৬ নভেম্বর) দেশটির পুলিশ জানায়, ফোনে জে পোদ্দার নামে জেট এয়ারওয়েজের ওই যাত্রী ফোনে কাউকে বলছিলেন যে, তিনি প্লেনটি উঠিয়ে দিবেন।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, জেট এয়ারওয়েজের ফ্লাইটটি কলকাতা থেকে মুম্বাই যাচ্ছিল।

অভিযুক্ত যাত্রী জে পোদ্দারকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।