ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরাকে বন্যায় ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ইরাকে বন্যায় ২১ জনের মৃত্যু ঘর থেকে প্রয়োজনীয় জিনিস সরাচ্ছেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

ঢাকা: টানা দু’দিনের ভারী বর্ষণে ইরাকে বন্যা লেগে নিহত হয়েছেন অন্তত ২১ জন। আহত হয়েছেন ১৮০ জনের মতো। এছাড়া বাস্তুহারা হয়েছেন কমপক্ষে ১০ হাজারের বেশি মানুষ।

রোববার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সেফ আল বদর এ তথ্য নিশ্চিত করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।

এছাড়া অনেকেই পানিতে ডুবে মারা গেছেন। সেইসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়েও আবার কেউ কেউ প্রাণ হারিয়েছেন।

এদিকে, দেশটির নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবি বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণে অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।