ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এবার অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এবার অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, সতর্কতা কুইন্সল্যান্ডে ভয়াবহ দাবানলে পুড়ছে ১৪০টিরও বেশি এলাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যালিফোর্নিয়ার পর এবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভয়াবহ দাবানলে পুড়ছে ১৪০টিরও বেশি এলাকা। এতে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) দাবানলটি ভয়ঙ্কর রূপ নিলে আক্রান্ত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় বাসিন্দাদের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, কুইন্সল্যান্ডে দাবানলে দুই হাজার কিলোমিটার জুড়ে জ্বলছে প্রায় ১৪০ এলাকা।

এদিকে, কুইন্সল্যান্ডে প্রথমবারের মতো দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ধমকা বাতাস, দাবদাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ছে আরও এলাকাজুড়ে।

কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সাভির্সের (কিউএফইএস) সহকারী কমিশনার গ্যারি ম্যাককোম্যাক্যাক যারা এখনও আক্রান্ত এলাকা ত্যাগ করেননি, তাদের সর্তক করেছেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) গ্যারি ম্যাককোম্যাক্যাক বলেন, বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়াটাই তাদের জন্য মঙ্গল। তাদের উচিত আমরা যা নিদেশনা দিচ্ছি, তা মেনে চলা।

এর আগে বুধবার শহরের মেয়র বলেন, আমরা আগে কখনও এ ধরনের পরিস্থিতির মুখে পড়িনি। এখনে পরিস্থিতি বিপর্যয়কর পর্যায়ে আছে বললে কম বলা হয়। বরং আমরা ভয়ঙ্কর রকম অনিশ্চিয়তার মধ্যে পড়ে গেছি।

ধমকা বাতাস, দাবদাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ছে আরও এলাকাজুড়ে।  কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সাভির্স জানায়, এ দাবানলে ঘরবাড়ি ও প্রাণীরা হুমকির মুখে পড়েছে। তবে আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রোববার (২৫ নভেম্বর) শুরু হওয়া এ দাবানলে এরই মধ্যে ধ্বংস করেছে বেশকিছু স্থাপনা।

এর আগে ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহরের ৪০ মাইল উত্তর-পশ্চিমে থাউস্যান্ড ওয়াকস এলাকায়ও দাবানলের সূত্রপাত হয়। পরে সে সময়ই সরিয়ে নেওয়া হয় অন্তত ৭৫ হাজার ঘরবাড়ির লোকজনকে। আর ভয়ঙ্কর এ দাবানলে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।