ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কপালে জিভ তুলে গিনেস বুকে বাসচালক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
কপালে জিভ তুলে গিনেস বুকে বাসচালক! কপালে জিভ তুলে গিনেস বুকে বাসচালক!

জিভ কপালে! এটা কি সম্ভব? এমন অসম্ভবই সম্ভব করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড সে জায়গা করে নিলেন নেপালের স্কুলবাসচালক ইয়াগ্য বাহাদুর কোতোয়াল।

৩৫ বছর বয়সী এই চালক তার জিহ্বা দিয়ে কপাল স্পর্শ করে ফেলতে পারেন। আবার জিভ নিচের প্রসারিত হয়ে একেবারে গলার অনেকখানিই ঢুকিয়ে ফেলেন।



বাহাদুরের এই বাহাদুরির বিষয়টি ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তার এক বন্ধু।
কপালে জিভ তুলে গিনেস বুকে বাসচালক!
বাহাদুর বলেন, জিভ কপালে তোলা দেখে অনেক শিশুরা ভয়ে জড়োসড়ো হয়ে যায়। আর বয়স্ক ব্যক্তিরা প্রায় মূর্চ্ছা যান। আমি যদি কোনো ভৌতিক সিনেমাতে কাজ করতাম। তাহলে আমার আর ভৌতিক মেকআপের করতে হতো না। মানুষ এমনিতেই ভয় পেতো।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।