ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে নাইটক্লাবে পদপিষ্ট হয়ে নিহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
ইতালিতে নাইটক্লাবে পদপিষ্ট হয়ে নিহত ৬ ইতালিতে নাইটক্লাবে পদপিষ্ট হয়ে নিহত ৬ (সংগৃহীত ছবি)

ইতালির এ নাইটক্লাবে পদপিষ্ট হয়ে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে পূর্বাঞ্চলীয় উপকূলের শহর আঙ্কোনার ল্যানটার্ন আজুরা ক্লাবে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাইটক্লাবে স্প্রে থেকে আগুন ধরে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ল্যানটার্ন আজুরা ক্লাবে তখন কনসার্ট চলছিল। সেখানে ১ হাজারের মতো দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই একসঙ্গে বের হতে গেলে প্রাণহানি ঘটে।  

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  

গত জুনে তুরিনে পটাকা থেকে আগুন ধরে আতঙ্ক সৃষ্টি হয়। এসময় পদপিষ্ট হয়ে ১৫০০ জন আহত হোন।  

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।