ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কেরালায় ৪র্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
কেরালায় ৪র্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন নবনির্মিত কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএএল), ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা রাজ্যে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হয়েছে। রাজ্যটির কান্নুর শহরে দুই হাজার একর আয়তনের ওই বন্দরটির নাম কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএএল)।

রোববার (০৯ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু ও কেরালার মুখ্যমন্ত্রী পিনরায়ী বিজয়ান ১৮ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত ওই বিমানবন্দরটির উদ্বোধন করেন।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিমানবন্দরটি একসঙ্গে দুইহাজার যাত্রীকে পরিষেবা দিতে পারবে।

এছাড়া বছরে ১ দশমিক ৫ মিলিয়নেরও বেশি আন্তর্জাতিক যাত্রীকে সেবা দিতে সক্ষম কেআইএএল।

বিমানবন্দরটির রানওয়ে তিন হাজার ৫০ মিটার লম্বা। যা পরবর্তীতে চার হাজার মিটারে সম্প্রসারিত করা হবে।

রোববার বিমানবন্দরটির উদ্বোধনীতে এখান থেকে প্রথম ফ্লাইট উড্ডয়ন হয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশে। ১৮০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি প্লেন কেআইএএল-এ অতিথিদের কাছ থেকে বিদায় নিয়ে উড্ডয়ন করে।

কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট যাবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতারে। সেইসঙ্গে দেশের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট থাকবে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও মুম্বাইয়ে।

এদিকে, কেরালা রাজ্যে আরও তিনটি বিমানবন্দর রয়েছে। সেগুলো হলো- তিরুবনন্তপুরম, কচি এবং কজহিকোদে শহরে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।