ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৭৫ লাখ ডলারে মেং ওয়াংঝুর জামিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
৭৫ লাখ ডলারে মেং ওয়াংঝুর জামিন হুয়াওয়ে‌র প্রধান ফিনান্সিয়াল কর্মকর্তা ও উপ-পরিচালক মেং ওয়ানঝু

ঢাকা: চীন প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে‌র প্রধান ফিনান্সিয়াল কর্মকর্তা ও উপ-পরিচালক মেং ওয়ানঝুকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন কানাডার একটি আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) হুয়াওয়ের এ শীর্ষ নির্বাহীর প্রায় ৭৫ লাখ ডলারের (৭.৫ মিলিয়ন ডলার) বিনিময়ে জামিন মঞ্জুর করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মেং ওয়ানঝু এখনই কানাডা ত্যাগ করতে পারবেন না।

এছাড়া তিনি ২৪ ঘণ্টা নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকবেন।

জামিন আদেশে বিচারক উইলিয়াম এহরকে জানান, প্রায় ৭৫ লাখ ডলারসহ (৭.৫ মিলিয়ন ডলার) অন্যান্য শর্তের বিনিময়ে মেং ওয়ানঝুর জামিন মঞ্জুর করা হয়েছে। তবে জামিন মিললেও ২৪ ঘণ্টা শারীরিক ও ইলেকট্রনিক নজরদারির মধ্যে থাকতে হবে তাকে। এছাড়া রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত তাকে বাসায় থাকতে হবে।

মেং ওয়ানঝু গ্রেফতার হবার প্রায় ১০ দিন পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত।

এদিকে, মেং ওয়ানঝুকে গ্রেফতার ইস্যুতে কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিংকে আটক করে চীন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) কভরিংকে আটক করার বিষয়টি নিশ্চিত করে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী রালফা গুডেল।

গত ১ ডিসেম্বর কানাডার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মেং ওয়ানঝুকে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।