ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আট বছর বয়সেই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ জয়!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
আট বছর বয়সেই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ জয়! সামান্যু

ভারতের হায়দ্রাবাদের সামান্যু, বয়স আট বছর। এ বয়সেই সে পৃথিবীর দু’টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছে।

এ বছরের ২ এপ্রিল তানজানিয়াতে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমঞ্জারোতে আরোহণ করে এই খুদে। এবার সে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চূড়া জয় করে নজির গড়েছে।

 

মাউন্ট কিলিমঞ্জারোতে আরোহণের সময় সামান্যু তার মা ও দিদিসহ পাঁচ সদস্যের এক টিমে ছিলো। গত ১২ ডিসেম্বর তারা ২ হাজার ২২৮ মিটার উঁচুতে মাউন্ট কোসিয়ুজকো জয় করে।  

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্যু জানায়, এখন পর্যন্ত চারটি পর্বতশৃঙ্গে সে আরোহণ করেছে। এবার সে জাপানের মাউন্ট ফুজিতে আরোহণের পরিকল্পনা করছে।  

বড় হয়ে এয়ার ফোর্স অফিসার হতে চায় সামান্যু।  

স্কুলের এক ইভেন্ট থেকে এই বালকের মধ্যে পর্বতারোহণের আগ্রহ জাগে।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।