সোমবার (৩১ ডিসেম্বর) ওই দুর্ঘটনার পর রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে চেলিয়াবিনস্ক রাজ্যের ডেপুটি গভর্নর ওলেগ ক্লিমভ বলেন, 'ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৩ জনকে জীবিত ও ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। '
তবে বাকি ৭৯ জন নিখোঁজ মানুষের ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ক্লিমভ।
এদিকে মাগনিতোগোরস্ক শহরের ওই বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় ওই গ্যাস বিস্ফোরণের ঘটে বলে জানা যায়। এই ঘটনায় ১০ তলা ভবনের ৪৮টি এপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেখানে এখনো উদ্ধারকাজ চলছে।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এমএইচএম