কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১২ জানুয়ারি) কাবুলের একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এতো সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটে।
দেশটির জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ওয়াহিদুল্লাহ মায়ার জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শীত মৌসুমে আফগানিস্তানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত সপ্তাহে একটি গ্যাস স্টেশন থেকে লাগা আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়লে অন্তত তিনজনের মৃত্যু হয়। আর দগ্ধ হন ৪২ জন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
জেডএস