সম্প্রতি প্রকাশিত একটি জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে সন্তানদের লেখাপড়ার দেখাশোনায় প্রতি সপ্তাহের অন্তত ১২ ঘণ্টা উৎসর্গ করেন ভারতীয় মা-বাবারা।
ইতালির ভার্কি ফাউন্ডেশনের করা এ জরিপে উঠে এসেছে, নিম্ন আয় এবং উন্নয়নশীল অর্থনীতির দেশের অভিভাবকরা অর্থনৈতিক সমৃদ্ধ দেশের তুলনায় শেণিকক্ষের বাইরে তাদের সন্তানদের লেখাপড়ায় বেশি গুরুত্ব বা সহযোগিতা করে থাকেন।
জরিপ বলছে, উচ্চশিক্ষিত মা-বাবারা খুব সম্ভবত তাদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে সহায়তা দেওয়ায় সামান্য সময় ব্যয় করেন। এছাড়া এশিয়ান পরিবারগুলো তাদের সন্তানদের লেখাপড়ার জন্য মোট আয়ের ১৫ শতাংশ ব্যয় করে থাকে।
জরিপ অনুযায়ী, এশিয়ার ভিয়েতনামের মা-বাবারা তাদের শিশুদের লেখাপড়ায় সময় ব্যয় করেন প্রতি এক সপ্তাহে প্রায় ১০ ঘণ্টা ২০ মিনিট। এরপরে ইন্দোনেশিয়ার অভিভাবকরা ব্যয় করেন প্রায় নয় ঘণ্টা।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
টিএ