শুক্রবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন চোল- এমনটি জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে।
সংবাদমাধ্যম বলছে, কিম ইয়ং চোল কিম জং উনের খুবই বিশ্বস্ত লোক।
চোল চীনের রাজধানী বেইজিং থেকে যাত্রা করে ওয়াশিংটন পৌঁছেছেন। তিনি কিম জং উনের কাছ থেকে আরেকটি চিঠি নিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য। এছাড়া শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে তার বৈঠক হওয়ারও কথা রয়েছে।
এদিকে, ট্রাম্প এবং কিমের শীর্ষ দ্বিতীয় বৈঠকটি এশিয়া দেশ ভিয়েতনামে হতে পারে গুঞ্জন উঠেছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
টিএ