বৃহস্পতিবারই (১৭ ডিসেম্বর) তুষার ধসের সতর্কতা জারি করা হয়েছিল।
স্থানীয় একটি সংবাদসংস্থার খবর অনুযায়ী, লাদাখের পথ এখন বরফময়।
এর আগে খারদুংলাসহ কাশ্মীরের আরও নয়টি জেলায় তুষার ধসের সতর্কতা জারি করা হয়েছিল। খারদুংলা ছাড়াও সতর্কতার মধ্যে আছে, অনন্তনাগ, কুলগাম, বড়গাম, বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্দেরবাল, কারগিল ও লে জেলা। সবগুলোই তুষার ধসপ্রবণ এলাকা। এলাকাগুলোয় পর্যটক যাওয়ায় নিয়ে নিষেধজ্ঞা জারি করা হয়েছে। সরিয়ে আনা হচ্ছে স্থানীয়দের।
আগামী কয়েকদিন এই পরিস্থিতি থাকবে বলে মনে করছেন ভারতের কেন্দ্রীয় আবহাওয়াবিদরা।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
ভিএস/এএ