ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ জঙ্গি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ জঙ্গি নিহত নিরাপত্তা বাহিনীর অভিযান, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গুলিতে জঙ্গি গোষ্ঠীর দুই সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২১ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজ্যটির বুদগম জেলায় এ ঘটনা ঘটে। তাছাড়া সংঘর্ষ এখনও চলছে।

স্থানীয় পুলিশ বলছে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ এখনও চলছে। নিরাপত্তা বিবেচনায় ওই এলাকায় এখন সাধারণ মানুষ ঢুকতে পারছে না। পুলিশের পক্ষ থেকে আপাতত নিষেধ করা হয়েছে।

এদিক, কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযানে নামে ওই এলাকায়। পরে জঙ্গিরাও তাদের রুখতে চেষ্টা করে। তখনই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে দুই জঙ্গি নিহত হন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।