স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দেশটির উত্তর-পশ্চিম দিকে তুষারঝড়ের কবলে পড়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সুপারসনিক এয়ারক্রাফটে। পরে এটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, প্রশিক্ষণ অনুশীলনের সময় এ এয়ারক্রাফটটিতে ত্রুটি দেখা দেয়। তখন দেশটির ওলেনগরসক সিটির একটি সামরিক বিমানবন্দরে এটি অবতরণের চেষ্টা করা হয়। আর এসময়ই বিধ্বস্ত হয়।
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, এয়ারক্রাফটটি তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই দুই ক্রু নিহত হয়েছেন। আর আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এয়ারক্রাফটটি তুষারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আসলেই বিরল ঘটনা।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
টিএ