স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শিকাগো হবে শীতলতম অঞ্চল। যেখানে এর তাপমাত্রা রেকর্ড গড়বে নতুন করে।
দেশটির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অঙ্গরাজ্যটির উইন্ডি শহরের তাপমাত্রা নামবে মাইনাস ২৩ ডিগ্রি ফারেনহাইটে (-৩০.৫ ডিগ্রি সেন্টিগ্রেড)। শিকাগো জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে শিকাগোর তাপমাত্রা -২৫ এর নিচে নামবে বলে পূর্বাভাস রয়েছে। এ হিসেবে বৃহস্পতিবার সকালে উত্তর মেরুর থেকেও ঠাণ্ডা হবে শিকাগো। মার্কিন আবহাওয়াবিদ রায়ান মাওই জানিয়েছে, উত্তর মেরুসহ উত্তর মহাসাগরে বর্তমানে সম্ভবত তাপমাত্রা আছে জিরো থেকে প্রায় ২০ ডিগ্রি নিচে। এ হিসেবে বুধ থেকে বৃহস্পতিবার শিকাগোতে সর্বকালের সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়বে। তখন এর তাপমাত্রা জিরো থেকে ২৭ ডিগ্রি নিচে থাকবে। যা উত্তর মহাসাগার থেকে প্রায় ৭ ডিগ্রি বেশি মাইনাস।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
টিএ