আটক বাংলাদেশিদের ভ্যানে করে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাকা: মালদ্বীপে ৮০জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ বলছে, চলতি বছরে চালানো প্রথম অভিযানে গত ৬ ফেব্রুয়ারি (বুধবার) তাদের আটক করা হয়।
শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।
দেশটির পুলিশের মুখপাত্র হাসান খলিলের বরাত দিয়ে খবরে বলা হয়, আটকদের কাছে কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
তবে তারা বাংলাদেশি নাগরিক। তাদের হুলহুমালের একটি ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে।
জানুয়ারিতে দেশটির অভিবাসন মহানিয়ন্ত্রক মোহাম্মদ আহমেদ হোসাইন বলেন, মালদ্বীপে ১ লাখ ৪৪ হাজার ৬০৭ জন। এর মধ্যে প্রায় ৬৩ হাজারেরই কোনো কাগজপত্র নেই।
বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এমএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।