ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আমিরাতের দাফতরিক ভাষা হিন্দি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
আমিরাতের দাফতরিক ভাষা হিন্দি ছবি: প্রতীকী

ঢাকা: হিন্দিকে দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ন্যায় বিচারের উন্নতিতে পরিকল্পিত পদক্ষেপের অংশ হিসেবে আরবি ও ইংরেজির পাশাপাশি দেশটির আদালতে তৃতীয় সরকারি ভাষায় হিন্দিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরব আমিরাতে ভারতীয় সম্প্রদায়ের সংখ্যা ২.৬  মিলিয়ন। যা দেশটির মোট জনসংখ্যার ৩০ শতাংশ এবং আমিরাতের বৃহত্তম বহির্মুখী সম্প্রদায় এটি।

তাই এদের নিজস্ব ভাব প্রকাশের মাধ্যম চিন্তা করে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নিয়েছে আমিরাত বিচার বিভাগ।

শনিবার (০৯ ফেব্রুয়ারি) আবুধাবি জডিশিয়াল ডিপার্টমেন্ট জানিয়েছে, আদালতে শ্রমিক মামলার ক্ষেত্রে আরবি ও ইংরেজির পাশাপাশি হিন্দি ভাষার ফরম গ্রহণ করা হয়েছে।

বিচার বিভাগীয় এ সংস্থাটি আরও জানিয়েছে, একটি ওয়বেসাইটের মাধ্যমে ইউনিফায়েড ফরমে নিবন্ধীকরণ প্রক্রিয়া সহজতর করা হয়েছে। তাছাড়া হিন্দিভাষীদের ভাষা সংক্রান্ত বাধা এবং তাদের অধিকারের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত এসেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।