ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জওয়ানদের বলিদান বিফলে যাবে না: মোদী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
জওয়ানদের বলিদান বিফলে যাবে না: মোদী  পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় হামলার ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘দেশের জন্য জওয়ানদের আত্মবলিদান বিফলে যাবে না।’

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক টুইট বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান।  

প্রধানমন্ত্রী মোদী লিখেন, ‘পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়।

আমি এই ধরনের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। ’

পড়ুন>>কাশ্মীরে বিস্ফোরণে বিশেষায়িত বাহিনীর ৪০ সদস্য নিহত

‘আমাদের বীর জওয়ানদের বলিদান বিফলে যাবে না। বীর শহিদদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে গোটা দেশ। আহতরা দ্রুত আরোগ্যলাভ করুন। ’

এর আগে বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় সিআরপিএফের (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৪০জন জওয়ান প্রাণ হারায়।  

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, একটি স্করপিও গাড়িতে ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই করে হামলা চালিয়েছে জঙ্গিরা। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।  

এদিকে পুলিশ বলছে, আদিল আহমেদ নামে এক আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ। তার বাড়ি পুলওয়ামার কাকাপুরা এলাকায়। ২০১৮ সালে জঙ্গি গোষ্ঠী জইশ-ই মহম্মদে যোগ দেন আদিল।  

বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।