শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) আল হাবের চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এরদোগান বলেছেন, আমাদের কাছে থাকা সব তথ্যই আমরা এখনও প্রকাশ করিনি।
এ ব্যাপারে তুরস্ক জানিয়েছে, সৌদি আরবের ১৫ সদস্যের একটি দল খাশোগিকে হত্যা করেছিলো।
তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সৌদির কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে আটক করেছে দেশটি।
এরদোগান বলেছেন, আন্তর্জাতিকভাবে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার করার আগেই আমরা তা করবো।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে গেলে নিখোঁজ হন সৌদি সাংবাদিক খাশোগি। ঘটনার পর থেকে তুরস্ক দাবি করছিলো— সৌদি কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে। প্রথমদিকে অস্বীকার করে নানারকম কথা বললেও অবশেষে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগি নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে সৌদি।
তবে তারা দাবি করে, কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে মারামারি করে নিহত হন এ সাংবাদিক। সবশেষ দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল মোজেব দেশটির রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে খাশোগির মরদেহ টুকরো টুকরো করার কথা স্বীকার করেছিলেন।
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত খাশোগি ছিলেন বাদশাহ-যুবরাজসহ সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসএ/এমজেএফ