ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফের জঙ্গি হামলা: এবার নিহত পাকিস্তানের ৬ সেনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ফের জঙ্গি হামলা: এবার নিহত পাকিস্তানের ৬ সেনা সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কাছাকাছি ইরান সীমান্তে জঙ্গিদের দু’টি পৃথক হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর ছয়জন সেনা নিহত হয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশ কর্মকর্তা হেদায়াত উল্লাহর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রোববার (১৭ ফেব্রুয়ারি) তুরবাত শহরে বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হন। এ ঘটনার একদিন আগে লরালাই শহরেও জঙ্গি হামলায় দুই সেনা নিহত হন।

এ হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও বিগত বছরগুলিতে এই অঞ্চলে সহিংসতা সৃষ্টিকারী জঙ্গিগোষ্ঠী ইসলামী স্টেটকেই (আইএস) সন্দেহ করা হচ্ছে।

অন্যদিকে গত ১৩ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান-ইরান সীমান্তের কাছে ইরানের রেভল্যুশনারি গার্ডের উপর আত্মঘাতী হামলায় তাদের ২৭ সদস্য নিহত হন। এতে আহত হয়েছেন আরও প্রায় ১৩ জন। পরে হামলার দায় স্বীকার করে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জয়েশ-আল আদি।

গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ’র হামলায় দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৪ সদস্য নিহত হন।

এই দুই হামলায় পাকিস্তানের জড়িত থাকা নিয়ে অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করেছে দেশটি। তবে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে রয়েছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।