ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাজস্থানে বিয়েবাড়িতে ট্রাক উঠে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
রাজস্থানে বিয়েবাড়িতে ট্রাক উঠে নিহত ১৩ বিয়েবাড়িতে ট্রাক, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের রাজস্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি বিয়েবাড়িতে গিয়ে উঠে গেছে। এতে ওই বাড়ির ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও ১৫ জন। বাড়িটিতে জমকালো উৎসবে বিয়ের নাচ চলছিল তখন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে রাজ্যটির প্রাতাপগড়-জয়পুর মহাসড়কের আম্বাওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি রাজ্যের রাজধানী জয়পুর থেকে ৪১৭ কিলোমিটার দূরে।

সংশ্লিষ্ট পরিবার এবং পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ওই বাড়িতে যারা ছিলেন, তারা দুর্ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে বিয়ে অনুষ্ঠানের রাজস্থানি নাচ করছিলেন। তখন ট্রাকটি তাদের ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই নয়জন মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাকি চারজন। এছাড়া শিশুসহ আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, রোববার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিহারের অশোকনগর জেলায় এ রকমই একটি ঘটনায় প্রাণহানি ঘটে ছয়জনের।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।