ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রাদেশিক পরিষদের স্পিকার আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
পাকিস্তানের প্রাদেশিক পরিষদের স্পিকার আটক

ঢাকা: পাকিস্তানের প্রাদেশিক পরিষদের স্পিকার ও বিরোধী দলীয় সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দলের সদস্য আঘা সিরাজ দুর্রানিকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তানের ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো’র দেওয়া বিবৃতি থেকে জানা যায়, ‘সম্পদ লুকিয়ে রাখার’ অভিযোগে সিন্ধু প্রদেশ পরিষদের স্পিকার আঘা সিরাজকে ইসলামাবাদে আটক করা হয়।

প্রেসিডেন্ট ইমরান খান ক্ষমতায় আসার পর থেকেই দেশটির দুর্নীতি দমন কমিশন দুর্নীতির দায়ে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের আটক করছে।

আঘা সিরাজ দুর্রানি পাকিস্তান পিপলস পার্টির সদস্য। ২০১৮ সালে এই দলের প্রধান, সাবেক প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধেও মাল্টি মিলিয়ন ডলার পাচারের মামলা করা হয়েছে। তবে বর্তমানে তিনি জামিনে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।