ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুলওয়ামা হামলা ভয়ঙ্কর: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
পুলওয়ামা হামলা ভয়ঙ্কর: ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় বিশেষায়িত বাহিনী সিআরপিএফ-এর গাড়িবহরে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর হামলার ঘটনাকে ‘ভয়ঙ্কর’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিষয়টির ওপর তিনি নজর রেখেছিলেন বলেও জানিয়েছেন। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের এ কথা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি বিষয়টির খেয়াল রাখছি, প্রতিনিয়ত এই ঘটনার খবর পাচ্ছি আমি। এ হামলা নিয়ে উপযুক্ত সময়েই বিবৃতি দেয়া হবে।  

‘‘এই হামলার ঘটনায় এশিয়ার দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। তবে ‘চমৎকার’ হবে যদি প্রতিবেশী দুই এক হয়ে সস্ত্রাসের বিরুদ্ধে কাজ করে। ’’

ট্রাম্প বলেন, ‘এটা (পুলওমা হামলা) ছিলো একটি ভয়ঙ্কর ঘটনা। আমরা নিয়মিতই খবরাখবর রাখছি। এ নিয়ে আমরা বিবৃতি দেবো। ’ 

এদিকে ভয়াবহ এ সন্ত্রাসী হামলার পর ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও ভারতের ‘আত্মরক্ষা’ নীতিকে সমর্থন করেছেন।

হামলার ঘটনায় বোল্টন ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও,  হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স পৃথক বিবৃতি দিয়ে পাকিস্তানকে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ (জেইএম) ও এর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

গত ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুরা এলাকায় সৈন্যবহরে হামলা চালায় জঙ্গিরা। এতে ভারতের সেন্ট্রাল রিজার্ভড পুলিশ ফোর্সের (সিআরপিএফ)  ৪৪ জন সদস্য নিহত হয়।  

ঘটনার পরপরই এ হামলার দায় স্বীকার করেছে জেইএম। এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় উত্তেজনা। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে ‘দেখে’ নেয়ার কথা বলা হয়।  

পাল্টা পাকিস্তানও ‘বসে থাকবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।  

এদিকে গত ১৩ ফেব্রুয়ারি দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান-ইরান সীমান্তের কাছে ইরানের রেভল্যুশনারি গার্ডের ওপর জঙ্গিগোষ্ঠী জয়েশ-আল আদ আত্মঘাতী হামলা চালায়। এতে ২৭ জনের প্রণহানি ঘটে।  

এই দুই হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করেছে দেশটি। তবে এসব ঘটনায় আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ‘সন্ত্রাসের স্বর্গ রাজ্য’ খ্যাত পাকিস্তানকে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।