তবে এটি সন্ত্রাসীদের আক্রমণের নয় উল্লেখ করে পুলিশ বলছে, একটি নির্মাণাধীন ভবন থেকে গুলিবিদ্ধ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা সিভেন মুলার বলেছেন, পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, মিইনিখ শহরের একটি নির্মাণাধীন ভবনে গুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।
নিহত দুই ব্যক্তির মধ্যে একজন অপরজনকে গুলি করে হত্যা করেন। পরে অরেকজন নিজেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
২০১৬ সালের ডিসেম্বরে জার্মানির বার্লিন শহরের একটি ব্যস্ত বাজারে জঙ্গি হামলার পর থেকে দেশটিতে সতর্কতা জারি করা হয়। সেসময় প্রায় ১১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এসএ/টিএ