শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দেশটির ললিতপুর জেলায় বেসরকারি টেলিকম কোম্পানি নিকেলের অফিসের বাইরে এ হামলা হয়।
নেপাল পুলিশের কর্মকর্তা উত্তম রাজ সুবেদি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বোমা বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
হামলাটির দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও এরইমধ্যে ছয়জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
সুবেদি বলেন, দেশজুড়ে নিকেলের টাওয়ারগুলোতে আগুন লাগানোর খবর পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশের তদন্ত চলছে।
নেপালের সবচেয়ে বড় বেসরকারি টেলিকম কোম্পানি নিকেল মালয়েশিয়ার এক্সিয়াটা গ্রুপ বেরহাদের অংশ। ২০০৬ সালে শান্তি চুক্তির মাধ্যমে নেপালে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়। এর পর থেকে দেশটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসএ/টিএ